তুমি আসবে বলে
উঠুন তলে চন্দ্রলোকে
বেকুলতায় বসে আছি আমি।
তুমি আসবে বলে
আলেখ্য এবার
বন্ধ করেছি আমি।
তুমি আসবে বলে
পক্ষীর সনে কোমল আলয়ে
বেধেছি সুর আমি।
তুমি আসবে বলে
প্রসূন প্রদীপ
গুছিয়ে রেখেছি আমি।
তুমি আসবে বলে
ক্ষুণ্ণ মনটাকে
বুঝিয়ে রেখেছি আমি।
তুমি আসবে বলে
চৈতন্য আমার
তিলিক তৃণে
রাখিনি এবার আমি।
তুমি আসবে বলে
ফোয়ারার পাশে
অপেক্ষায় আছি আমি।
তুমি আসবে বলে
উঠুন তলে চন্দ্রলোকে
বেকুলতায় বসে আছি আমি।