আমার এ জীবনে
ক্ষুব্ধ প্রগাঢ়
অন্বেষণ হীন
অবনীর বসবাস।

আমার এ জীবন
সথা বেলি
প্রসূন আত্মশ্লাঘা।

তবুও
তাকায় না ফিরে
আমার এ মন।