আমার একটি আশা ছিল যাব নদিয়ায়।
টাকা হলো এমন জিনিস কেমনে ছাড়া যাই।
টাকা হলো এমন জিনিস নাই থাকলে বুঝা যায়।
টাকা হলো এমন জিনিস দুনিয়া দেখা যায়।

আকাশ-পাতাল স্বপ্ন নিয়ে
আছি বসে ভাই-
পরীক্ষা টা শেষ হলেই গুঁড়তে যাব আই।
শুধু একটাই টেনশন
টাকা ছাড়া কেমনে হবে রে ঐ।

যেই জিনিস আসে মনে
শুধু ভাবি কেমনে হবে
টাকা যে আমার নাই।

টাকা থাকলে সব হতো রে ভাই-
টাকা থাকলে সব হতো।

যে জিনিসের দিকে চোখ বোলাই
শুধু মনে হয় কেমনে হবে রে
শুধু একটাই কষ্ট,
টাকা যে আমার নাই।



আমাদের সমাজের হত দারিদ্র পরিবারের স্বপ্ন পূরনের প্রধান অন্তরায় হচ্ছে টাকা।
টাকার জন্য তাদের সাধ থাকা সত্ত্বেও তারা তাদের সাধ মেটাতে পারে না।
ধন্যবাদ।)