আমি কবি এই নক্ষত্রেরা আমার কবিতা।
আমি আগুন জ্বালাই অত্যাচারীদের সর্ব অভয়ে।
আমি জেগে উঠি, আমি জাগিয়ে তুলি
সত্য, স্বাধীনতায় আমাদের কণ্ঠকে।
আমি নই পরাদিন ছিলামনা কারোর অধীন
আমি অগ্রণী আমিই সেরা আমিই সিদ্ধান্ত
আমি লিখি ভূমিকা নতুনত্বের অভয়ে
তারা লিখে উপসংহার অত্যাচারীদের বিনাশে।  
আমি ছাত্র কলম ছাড়লে হয়ে যাই তীব্র।