এই ভুবনে কেন আমি দুঃখী?
এই ভুবনে কেন আমি সুখী?
এই ভুবনে আছে যত সুখ
তার মূলে ই রয়েছে দুঃখ।
এই জগৎ তে আছে যত দুঃখী
সুখই হয়েছিল তার মূল সাথী।
এই ধরনীতে কে আছে রে ঐ
দুঃখ ছাড়া কে বাঁচে রে ভাই
সুখই তার মূল।
সুখ আছে যত ভুবনে,
দুঃখ তত আছে ধারায়,
এইতো তাহার রূপ।
এই ভুবনে টাকা কড়ি যার আছে বেশি,
দুঃখ ই হচ্ছে তার মূল সাথী।
এই জগৎ তে আছে যত কুড়ে বাসী,
তার মূলে ই রয়েছে সুখের সাথী।
এই ধারায় আছে যত লোকজন,
সুখ-দুঃখ মিলে ই তাদের জীবন।