পদ্যের বাদনে হারিয়ে গিয়াছি
হে মহান রূপসী,
তোমারই স্বপনে উত্তাক হইয়াছে
পরশ ময় আমার এই হৃদয়।।
জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আমার
উৎকণ্ঠ হীন এ জীবন।
যেন হারিয়ে ফেলিতেছি,
অতিক্রম করে ফেলেছি আমার
ধৈর্যের বাদন।
রাখিতে ধরিতে পারিতেছি না আর
উত্তাল হৃদয় পরান,
করিতেছে শুধু আবদার আহ্বান।
সন্দ্যের বুকে আলোর ঝিলিকে
চাহনি করিলে পাইতেছি উত্তাল
সেই, হৃদয় মেহ মান।
পদ্যের বাদনে হারিয়ে গিয়াছি
হে মহান রূপসী,
তোমারই স্বপনে উত্তাক হইয়াছে
পরশ ময় আমার এই হৃদয়।
ঘুম ঘুম ঘন স্বপনে র আচ্ছাসে
নীরব নিবিড় হইয়াছে যখন
আমার এই শান্ত নিবিড় মন প্রাণ,
স্বপনে তুমি আসিতেছ হে
উত্তাক হৃদয় মহান।
স্বপনে তোমার চাহনি যখন
করিতেছে দিকে মোর তাক
শিয়রে উঠে তখনই যেন
মোর শান্ত নিবিড় প্রাণ।
উত্তাক হয়ে উঠে, অস্থির চাহনিতে
কাজল কাহনীতে তোমার আঁখি।
যেন সুরে সুরে বাদনে বাদনে
হারিয়ে যাচ্ছি আমি।
পদ্য যেন ফেলিতেছে ঘিরে আমায়,
সুর যেন চাপিয়া ধরিতেছে
আমার মন।
কত না স্বপন কত না আহারজ্ঞন
করিতেছে আবদার হে মহান রূপসী,
তোমারই রূপে হইয়াছে উত্তাক
আমারই প্রেমময় হে শান্ত নিবিড় মন-প্রাণ।
তোমারই কাজল কালো চাহনি যখন
করিতেছে দিকে মোর তাক,
তখন যেন হইয়া গেল-
বদল আমার এ জীবন।
পদ্যের বাদনে হারিয়ে গিয়াছি
হে মহান রূপসী,
তোমারই স্বপনে উত্তাক হইয়াছে
পরশ ময় আমার এই হৃদয়।।