নির্বাক শিশুটি মায়ের কাছে যেতে চেয়েছিল
নির্বাক শিশুটি প্রাণ খুলে প্রাণ খুলে হাসতে চেয়েছিল।
শিশুটি চেয়েছিল ভূবনভরা
মাঝি আর চাষার দেশে প্রাণ খুলে নিশ্বাস নিতে।
মাত্রাহীন ভূকম্পের মতো ট্রিগারের নোংরা হাতে লন্ড ভণ্ড করে দিলো বাঁচার আকুতি নিয়ে অঝরে চিৎকার করতে থাকা শিশুটিকে।
বুকচিরে যাওয়া একেকটা বুলেট আজ তার সাক্ষ্য দেয়।
তার সেই আগুনের ফুলকির মতো তাকিয়ে থাকা
প্রতিটি রক্তকনা আজও আমাদের স্তব্দ করে তোলে।
ধানমন্ডির ৩২- নম্বর বাড়ির প্রতিটি দেয়াল সেই রাতে কেপে উঠেছিল।
কেপে উঠেছিলো প্রকৃতির প্রতিটি শাখা-উপ-শাখা।
কিন্তু কেপে উঠেনি নিকৃষ্ট চার প্রকোষ্ঠ হৃদপিণ্ডের একটি কনাও।
তারা ছিল রক্ত পিপাসু।
বাংলাদেশের কালো অধ্যায়ের অন্যতম হোতা।