আঙ্গুল খানি তার দেখতে একটু ছোট
কপাল খানি তার
              না দেখেও অনেক বড়।  
আহ .... একটু যদি পেতাম দেখতে
               কপাল  খানি তার।
একটু যদি পেতাম খুজে
               ভাগ্য খানি তার।
অনামিকা,
         তুমি যে এক ভাগ্যবর্তী,
         তুমি যে এক মানবাঙ্গলী,        
         তুমি যে এক সুকপালী।  
অনামিকা,
         কেন এত ভাগ্যবর্তী হয়েছ তুমি।
আঙ্গুল খানি ছোট হলেও
কপাল খানি বড় এত কেন...
অনামিকা,
         তোমার রূপে মুগ্ধ আমি।