অবেলার রঙ্গে বাসবো, থেকে যাবে দুটি ফটো ফ্রেম।
রূপকথায় বিশ্বাস রেখে, অদেখার মাঝে হোঁচট খবো
শত ব্যস্ততার মাঝে বাস্তবতা পাশে থাকবে।
নিঃসঙ্গতার কেটে ব্যস্ততার মায়াজালের আড়ালে...
হাজারো ভুলের মাঝে থেকে যাবে একটি  সত্য
আমিই ভূল... আমিই সঠিক...
আর কি চাই,  এটাই তো জীবন...