কি তীব্র যন্ত্রণা;
এতো এতো শব্দের মাঝেও আজ আমি বাক রুদ্ধ
কলম হাতে নিতেই কেঁপে উঠে সমস্ত শরীর।
কি লিখবো
এই হাতে;
কি দেখবো
এই  চোখে ;
লিখার আগেই  ভিজে যায় কাগজ।