দূরে দূরে একা একা
থাকতে চাই আমি
কাছে আসার মধুক্ষনে।
আড়ালে আড়ালে থেকেও
কেন গোপনে
কাছে আসার মধুক্ষনে
রাত জাগা স্বপ্নের আলোকে
শুধু চেয়েছি তোমাকে।
ক্লান্ত বিকেলের
ছায়া ঘেরা স্বপ্নের মেলা ঘোরে
কাছে আসার মধুক্ষনে
শুধু চেয়েছি তোমাকে,
বলিতে পারিনা প্রকাশে
আমি যে বেসেছি ভাল তোমাকে।
রাতের অন্ধকারে জ্যোৎস্নার
ঝিলিক চোখে পরে
কল্পনায় বাভি তখন
তুমি আছো পাশে
শুধু আমাকে ভালোবাসে।
দূরে দূরে একা একা
থাকতে চাই আমি
কাছে আসার মধুক্ষনে।
আড়ালে আড়ালে থেকেও
কেন গোপনে
কাছে আসার মধুক্ষনে
পারি না বলতে আমি
শুধু চেয়েছি তোমাকে।