আমি কেন মুগ্ধ হই বাংলার প্রকৃতির উপর?
আমি কেন জাগ্রত হই বাংলার ডাকে?
কেন আমি হয়েছি বাঙ্গালী?
কেন হয়েছি আমি দেশ প্রেমিক?
অবদান শুধু তাদেরই,
যারা করেছে বাংলাকে জয়।
অবদান শুধু তাদেরই,
যারা দিয়েছে জীবন।
বাংলা কেন আমায় মুগ্ধ করে,
বাংলা কেন আমায় জাগ্রত করে,
শুধু কী তাদেরই জন্যে।
আমি কি ভুলিতে পারিব-
আমার সেই ভাইদের কে?
আমি কি ভুলিতে পারিব-
আমার সেই মা-বোনদেরকে?
আমি কী ভুলিতে পারিব-
৩০ লাখ মানুষের রক্ত বন্যা কে?
ওহে......
কেন আমি ভুলিতে পারছিনা ?
হে বাঙ্গালী,
যত দিন রবে মাতৃভাষা বাংলা
তত দিন রবে তোমরা-
হে মোর জয়-কামী রা।
ওহে......
কেন আমি মুগ্ধ হই, বাংলার
ঐ আশ্চর্য সাহস দেখে?
কেন আমি জাগ্রত হই,বাংলার
বীর বল দেখে?
আমি যে ভুলিতে পারছিনা ২১-এর কথা,
ভাবতে পারছিনা যে আমি মাতৃ ভাষার কথা,
যারা দিয়েছে আমাদের এই জয়ের ভাষা।
আমি যে পারছিনা ভুলিতে
৭১-এর কথা, আমি যে ভাবতে
পারছিনা ২৫-এর কথা,
যারা দিয়েছে মোদের
এই স্বাধীন বাংলা।