গোল-মাল, গোল-মাল, গোল-মাল।
                থাকি যখন রাস্তার পাশে,
বাজেঁ তখন গাড়ির হর্ণে।
যাই যখন বিদ্যালয়ের পাশে,
                শুনি তখন কথা বাজেঁ বাজেঁ।
চলি যখন ক্লাসে র মাঝে,
               করি তখন আড্ডা-বাজিঁ।
যাই যখন বাজারে র ধারে,
              গোল-মাল করি শুধু দামে-দামে।


গোল-মাল, গোল-মাল, গোল-মাল।
গোল-মাল করেনা,
              এমন কে আছে রে ঐ।
গোল-মাল বুঝে না,
               কে আছে রে ভাই।
গোল-মালই-ত,
                রাগায় মাথা।
গোল-মাল-ইত
              করে ঠাট্টা।
গোল-মাল-ইত
              বসায় আড্ডা।

আড্ডা বাজিঁ এই আসল সুযোগ,
গোল-মাল থাকে
             যদি টুক-টুক।