বাংলার মুজিব থাকবে চিরদিন
এই বাংলায়।
যদি কথা দাও
ভুলবেনা তোমরা-
কবো কোথাও।
বাংলার মুজিব থাকবে চিরদিন
এই বাংলায়।
যদি কথা দাও
রাখিবে তোমরা-
হৃদয়ের বন্ধনে।
বাংলার মুজিব থাকবে চিরদিন
এই বাংলায়।
যদি কথা দাও
ভুলবে না কখনো-
বঙ্গবন্ধুকে।
বঙ্গবন্ধু শিশু হয়ে ফিরে আসবে
আবার সেই-
দুলো মাখা পায়ে হেঁটে।
বঙ্গবন্ধু শিশু হয়ে ফিরে আসবে
আবার এই-
বাংলার বুকে
প্রতিটি মানুষের-
হৃদয়ের স্পন্দনে।
তোমরা যদি কথা দাও
মনে-প্রাণে বিশ্বাস করো,
তাহলে ই পাবে ফিরে
আমাদের-ই মহান শহিদ
বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানকে।