মোদের এই-
শস্য শ্যামল দেশে
উঠেছে যে হেসে
মোদের এই শস্য ভরা খেত।

আমার এই শস্য শ্যামল দেশে
উঠেছে যে মেতে
ফসলের হাঁসি দেখে
আমার বাংলা এই কৃষক।

দারিদ্র বিমোচন হবে নিশ্চয়
হয় যদি শস্যের বাহার
তবে হবে দারিদ্র সায়।

এই দেশে আছে যত কুলি-মজুর ভাই
তাদের জন্য রয়েছে-
আমাদের ই সায়।

যদি থাকে শিক্ষার বাহার
তবে দক্ষ জন শক্তি হবে নিশ্চয়,
সে দিনই বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা
করবে বাংলার মানুষ।

বাংলার জন্য শিক্ষার-
কোন তুলনা ই হয় না।
স্বাধীন বাংলাদেশ গড়ার-
এক মাত্র উপায় হয়েছিল জ্ঞান-শিক্ষা।

তখনই মনে পড়ে
৫২ এর কথা।
শহিদ হয়েছিল সালাম, বরকত-
রফিক জাব্বার ভাষার ই জন্যে।

তখনই মনে পড়ে
৭১ এর কথা।
৩০ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে
পেয়েছি এক মহান-
লাল-সবুজের পতাকা।

তখনই-
বিশ্বের চ্যালেঞ্চ মোকাবিলা
করতে গিয়ে আমাকে
যদি কেহ জিজ্ঞাসা করে
'তুমি কোথায় থেকে এসেছ'?

তখন বলিতে পারিব
বুক ফুরিয়ে আমি,
'বাংলাদেশ থেকে এসেছি আমি
বাংলাদেশ থেকে'।