বাংলা আমার সুখের আশা,
বাংলা আমার মনের ভাষা,
বাংলা ই আমার সব।
আরে-রে-রে রই।
বাংলা ছাড়া কে বাঁচে রে ভাই,
কোন বাঙ্গালী আছে-রে ঐ,
বাংলা ই আমার ...
বাংলাকে আমি চেয়েছি মনে,
পেয়েছি আমি অন্তরে বটে,
বাংলা ই আমার সব।
বাঙ্গালী হয়ে এই হাজার সুখ,
পেয়েছি এক স্বাধীন রূপ,
বাংলা ই আমার ...
আরে-রে-রে রই।
বাংলা আমার সুখের আশা,
বাংলা আমার মনের ভাষা,
বাংলা ই আমার সব।
(এই কবিতাটি আমার লেখা সর্ব প্রথম কবিতা। ১৫-০৩-২০১৭।)