দুটো শুকনো পাতা,
কিছুটা রঙিন আলো।
চারপাশে শুধুই ইটের দেয়াল,
কিছুটা দূরে গুটি কয়েক যুবকের খুনসুটি।
বেলকানি থেকে আকাশকে ছোয়ার চেষ্টা,
নেই তৃপ্তির হাসি।
স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকা এই যান্ত্রিক শহরে,
শেষ বিকেলের প্রাপ্তির খাতাটা এইটুকুই।