আমার এ মন ছুটে যায়
শত বাধা হীন মরুভূমি পেরিয়ে
এক অচেনা জগৎতে।
আমার এ মন ছুটে যায়
লাখ মানুষের ভীড়ের মাঝে দিয়ে
তার আপন আলয় গতিতে।
আমার এ মন ছুটে যায়,
বারে বারে যায় ছুটে যায়,
এক অচেনা নিসঙ্গ জগৎতে।
শত বাধা শত জীবনের মাঝে থেকেও
কোথায় এক অচেনা জগৎতে
ছুটে যায়, যেন শুধুই বাসনার তটে।
এই মন কোথায় গিয়েছে, কোথায় যাচ্ছে,
এমনকি কোথায় যাবে
কিছুই সে জানেনা।
শুধু ছুটে যায়, ছুটে যায়,
বারে বার ছুটে যায়
একলা নিসঙ্গ অচেনা জগৎতে।
এই মন বুঝেনা, শুনেনা-
এখানে - সেখানে কিছুই স্পর্শ করে না,
শুধুই ছুটে যায়।
তারি সাথে বলতে থাকে,
আমি তোমার মাঝে হারাতে চাই,
আমি আমার নিয়মে থাকতে চাই,
আমি আমার রাজ্যে রাজত্ব করতে চাই!
আমি ছুটতে চাই, ছুটতে চাই,
আমি ছুটে যেতে চাই।
আমার এ মন ছুটতে চায়
তার আপন নিয়মে।
আমার এ মন ছুটতে চায়
প্রতিটি মুহূর্তের মাঝে,
শুধুই নিজের কাছে।
অচেনা এক জগৎতের মাঝে
আমি বাস করতে চাই।
আমি বাস করতে চাই
আমার মনের মাঝে।
আমি বাস করতে চাই
আমার আপন গতিতে,
এক অচেনা নিসঙ্গ জগৎতে।
আমার এ মন শুধুই ছুটে যায়,
ছুটে যায় ধরিত্রীর নিপুণতার সনে।