রোদেলা আকাশ
           হালকা মেঘের ছায়া,
কাব্য যখন লিখিতেছি
             একাকী বসিয়া,
গাহিতেছি গান তখনি
              গুন গুন করিয়া।
লাগিতেছে ঝাপসা
             চারীপাশ তাকিয়া,
কথা বলার মতো মানুষ
             পাইতেছি না খুঁজিয়া।


সময় তারিকার মধ্যে চোখ পড়িল যখনি,
কলমের অঙ্কন থামিয়া গেল তখনি।
মিনপ্রেক্স দিন পঞ্জিকা যখনি খুলিলাম সামনে,
তখনি রাখিলাম পাশে সময় তারিকা...
মনে তখন পড়িল সেই ২৫শে ফেব্রুয়ারিকে,
আমার ছোঁয়া প্রথম, সেই ভালবাসাকে।


যখন আমায় বলেছিল,
                এই মেয়ে-ভালবাসি তোমায়
চলে আসলাম তখনি আমি,
               কিছুই না বলে।
আর
যখন আমার মনে হলো বলব
               ভালবাসি আমিও তোমাকে,
তখনি তুমি চলে গেলে
               এই পৃথিবী ছেড়ে।