ঘন কালো মেঘে
ছেয়ে গেল সূর্য।
সবাই এবার ভাবল,
বৃষ্টি বুঝি নামল!

বাতাসের বেগের তালে
মেঘ ভেসে গেল।
সকলের মনের আশা
ভেঙে চুরমার হয়ে গেল।

“কী করা যায়?
কী করা যায়?”
ভাবতে বসল সবাই।

“ইসতিসকার নামাজ পড়লেই হয়!”
দাঁড়িয়ে বলল এক ভাই।

সবাই হৈ হৈ করে উঠল,
“এই তো মোক্ষম উপায়!”
সবাই কি করে ভুলে গেল
আল্লাহর কথা, হায়!

সবাই নামাজ পড়তে বসল,
কত দোয়া করল।
অবশেষে বুঝি এবার
তাদের কষ্ট ঘুচল!

বৃষ্টি নামল ঝম ঝম করে—
রহমতের বৃষ্টি!
সত্যিই বড়ই অপূর্ব,
আল্লাহ তায়ালার সৃষ্টি!