করছ হামলা অগণিত,
মারছ মানুষ শত শত।
আমার আল্লাহ দেখছে সবই,
পার পাবে না তোমরা কেউ।
যতই চালাও চেষ্টা তোমরা,
ইহুদিদের দল,
লাভ কিছুই হবে না।
তোমরা ভাঙতে পারবে না
ফিলিস্তিনিদের মনোবল।
বিশ্বনিখিল দেখবে চেয়ে,
মুসলমানের জয় হবে।
ইহুদিরা সব পালাবে,
জীবন হাতে নিয়ে।
চিন্তা তোমরা করো না,
ওহে মুসলিম বীর!
আমরা তোমাদের পাশে আছি,
বন্ধু ফিলিস্তিন।