হরেকরকম বাহারি ফুলের
বসেছে আজ মেলা,
ভ্রমরেরা গুন-গুন করছে,
প্রজাপতিরা করছে খেলা।

লাল, নীল, হলুদ, সাদা
কত রকম ফুল,
এসব দেখে বাচ্চারা সর্বদা
হয় খুশিতে মশগুল।

রংবেরঙের ফুলের মেলায়
বাচ্চারাও ফুল,
ফুলের সাথে ফুলের খেলায়
হাসে সারা বিশ্বকুল।