মাগো আমি যুদ্ধে আছি
জানি, আমার অপেক্ষায় থাকো তুমি,
অশ্রুসিক্ত নয়নে প্রতিক্ষণ
এ বারের মতো ক্ষমা কর - মা।
কি করবো বলো.?
বঙ্গ মা যে,
পরাধীনতার সিকলে দিন গুনছে
এই দিনের অপেক্ষায়।
শপথ নিয়েছি মুক্ত করবো
আমার মাতৃভূমি কে,
দিবো এক মুক্ত আকাশ
আর প্রশস্ত সবুজ মাঠ।
আর লুকিয়ে রাখতে হবেনা মাগো
আঁচলের তলে তোমার সন্তানকে,
তোমার এক সন্তানের বিনিময়ে
হাজার সন্তান মুক্তির স্বাদ পাবে।
আমি নাই বা ফিরলাম
একটি মুক্ত সকাল অবশ্যই ফিরবে,
অপেক্ষায় থেকো - মাগো
দেখো স্বাধীন পতাকা উড়বে।