আজ আমাকে ফিরিয়ে দিলে
আমি ফিরে যাচ্ছি,
তোমাকে রাস্তা দেখিয়ে যাচ্ছি
আমি যে রাস্তা দিয়ে এসেছি,
আমি তো তোমার আশায়
এসেছিলাম এই রাস্তায়।।
হয়তো একদিন আমার দুঃখ দুর হবে
তোমার ও নতুন সাথী হবে,
যদি চলেই যাবে তাহলে,
কেন আমাকে এই রাস্তায় এনেছিলে?
সে কথাতো বলে যাও।।
আর যদি বলা সম্ভব না হয়
তাহলে আমাকে এমন রাস্তা দেখাও,
যেন চলতে চলতে ক্ষত বিক্ষত হয়ে যাই
যার কষ্ট দেখার নেই কেউ,
যে হৃদয়ের হাঁহাঁকার শোনার নেই কেউ
হোক না একটু ক্ষত বিক্ষত।।
এই হৃদয়ের আর্তনাদ তুমি কখনো শুনবেনা
দু'চোখের জ্বল কখনো দেখবেনা,
শুধু একটা কথাই বলবো,
আমি যেমনই থাকি না কেন
তুমি ভালো থেকো।।