এই অন্ধকার পিন্জিরার মাঝে প্রাণ
এদিক ওদিক ঘুরে ফেরে
আর তোমায় স্বরণ করে
প্রভাত তুমি আর কত দুরে.?
ভোরের কুয়াশা কাটিয়ে
ঘাসের বিন্দু বিন্দু জমে থাকা জল মারিয়ে,
পূর্ব দিগন্তে এক রক্তিম সূর্য দেখবো বলে
মনের মধ্যে আয়না হয়,
আর তোমায় স্বরণ করে
প্রভাত তুমি আর কত দুরে.??
সুমধুর সেই ধর্মীয় সুর
আর প্রকৃতির কলরবের মাঝে
ঘুম ভাঙ্গবে আমার
দেখবো রোদেলা এক সুন্দর সকাল
স্বরণ করে দেয় আমায়
প্রভাত তুমি আর কত দুরে.??