তুমি আসবে বলে
ঘর সাজিয়ে ছিলাম
সাজিয়ে ছিলাম নিজেকে
কোন অজানা সুখের সন্ধান ।।

ভেবেছিলাম তুমি আসবে
তাই দাড়িয়ে ছিলাম
দক্ষিন জানালার পাশে
তাকিয়ে ছিলাম পথের দিকে ।।

জানতাম তুমি আসবে
সেই আশায় ফুটেছিল
মনের বাগানে
কতো নাম না জানা ফুল ।।

বুঝ্তে পারিনি আমার জানা ভুল ছিল
রাতের অন্ধকার কেটে
সূর্যের আলো উকি দিচ্ছে জানালায়
ফুল গুলো ঝরে যাচ্ছে
          কিন্তু
আমি দারিয়ে আছি তোমার অপেক্ষায় ।।