তুমি তো বলেছিলে আসবে
কই এলে না তো?
জানো আমি আজো ঝিলের পাশে
বসে থাকি তোমার অপেক্ষায়,
কত মানুষের আনাগোনা
শুধু নেই তুমি।
গাছের পাতা ঝড়ে নতুন পাতা গজায়
দিঘীর বাকা জল ভিজে দেয়
শতদলের কমল পাপড়ি গুলো,
তবুও তো তুমি এলে না।
বর্ষা গেল শরৎ গেল এলো হেমন্ত
কই তবুও তোমার রং বদলালো না
তবে কি হারিয়ে ফেলেছি তোমায়?
না আর এক বসন্তের অপেক্ষায় থাকবো
যদি তুমি আসো।
এই হেলানো বট বৃক্ষ গাছের তলে বসে
কতদিন ভালোবাসার স্বপ্ন বুনেছি,
আর কত খুজবো তোমায়
হারিয়েছি তো এখানে।।
আজ সবই কি মিছে
নাকি এক অভিলাষ?
ছল ছল আখিঁর আজ অন্ত দহন
তবে কেন কথা দিয়েছলে
তুমি আমায়..?