কোন সে সুবাসে
একা এই নিরালয়
কোন সে সুবাসে
ক্ষনে ক্ষনে বিতৃষ্ণার মাঝে পাড়ি জমায়।।


কোন সে সুবাসে
বুকের এ কোনে দুঃখ পুষি,
যত চাওয়া পাওয়ার মাঝে
শুন্যতারে খুজি।।


কোন সে সুবাসে
পাড়ি দিল জীবন জড়তার মত,
আর অপেক্ষা এক মরিচিকা
বিভীষিকায় কাটে এ প্রহর।।


কোন সে সুবাসে
আজ এ চেনা জানা,
গত দিনের মাঝে
মুখ লুকায়।।


কোন সে সুবাসে
ঐ দুরের প্রান্ত এই বুঝি কাছে তবুও দুরে,
বিরল জাতি হয়ে
ডানে বামে তাকায়।।