সাদা মগে
কালো কফি
চুমুকেতে খা,
দমটানা সন্ধ্যায়
খেয়ে চলে যা।
ব্যস্তরা রেঁস্তোরা
যেতে পারে না,
সম্পদ আয়োজনে
খেতে পারে না।
চক আর ডাস্টার
তোরা ভাই মাস্টার
পাজেরো চড়াটা তাই
তোর সাজে না।
চুমুকেতে মন ভেজা,
কিছু চাস না।
হাইওয়ে, ধুলিতে
মাথাভরা খুলিতে
জীবনের ড্রাফটে
আর হ্যান্ডক্র্যাফ্টে
হিসেবের অংকটা
মিলে বাড়ি ফেরে না।
তাই -
লাভ, লস, সুদকষা,
বিলাসেতে মন বসা
সাহিত্য পড়া মনে
পোষ মানে না।
চুমুকেতে মন ভেজা,
কিছু চাস না।
এক লিঃ তেল ভরে
ত্রিশ কিলো রান করে
বাইকে রাইড মেরে
তোরা ঘরে ফের না।
বিলাসিতা ডট কম
সিনেপ্লেক্স হরদম
সে পথের ভিজিটর
ভাই তোরা না।
এক মগ কফি খেয়ে
ঘরে ফের না!
চুমুকেতে মন ভেজা,
কিছু চাস না।
কফি খা, টফি খা
ধোঁয়া দিয়ে ধূলা খা
হাইওয়ে, গাড়ি খা
শাসকের ঝাড়ি খা
সব বিষ তোরা খা
মুখে বিষ শুষে খা।
মহাদেব তোরা ভাই
বিষময় দুনিয়ায়
সব বিষ এ্যবজর্ব-
করে কর টগবগ
ওরে নীলকন্ঠ!
সব্জি বা ঘন্ট
মাছ কি বা মাংস
ছেড়ে সব চুষে খা
শুষে শুষে বিষ খা
বিষ দিয়ে কফি খা।
চুমুকেতে মন ভেজা,
কিছু চাস না।
বিষ দিয়ে বিষ মার
দূর্নীতি কারবার
অন্তরে আছে যার,
কফিতে দাওয়াত দিয়ে
হোটেলের ঢাঁকা সিটে
সাদা মগে চুমু খেতে
ব্ল্যাক কফি চুমুকেতে
মহাদেব, বিষ ঢেলে
খুনি হয়ে যা।
খুনিদের খুন করে
কফি খেয়ে গলা ভরে
ত্রিশ কিলো রাইড মেরে
বাড়ি ফিরে যা।
চুমুকেতে মন ভেজা,
কিছু চাস না।
চক আর ডাস্টার
তোরা ভাই মাস্টার
পাজেরো চড়াটা তাই
তোর সাজে না।
চুমুকেতে মন ভেজা,
কিছু চাস না।
সাদা মগে
কালো কফি
চুমুকেতে খা,
দমটানা সন্ধ্যায়
খেয়ে বাড়ি যা !