মনে হয়
খুব ভয়-
যারা নির্ভয়
দেয়, কথা কয়,
সব সয়
আমার।
মুখে হাসি
অবিনাশী,
মনে রাখে
প্রাণনাশী
হিংসে।
অতি ভালো
যেন সন্ন্যাসী
নেই মনে যেন
এতোটুকু ঘৃণা,
সামনেতে স্তুতি গায়
মাথা নেড়ে হাসি দেয়
মুখে যেন সম্মুখ ব্যক্তির
প্রশংসার ফেনা!
বড় হিতৈষী সে
সজ্জায়
কুটনামী
মজ্জায়
কাছে আসে
মধু মুখে ভালোবাসে।
(মনে মনে) খুশি হয়
আমারই ধ্বংসে।
লোক চোখে-
নাস-ফালাক্ব ওরাও পড়ে
আড়ালেতে-
মানুষেরে বানও মারে
হাতে মারে, ভাতে মারে
ওরা নাকি সমাজের শুদ্ধ!
জটিলতা অন্তরে
কুরে কুরে ঘুণ ঝরে
পদে পদে পাপাচার
মানুষের নামে তার
মুখে মুখে গীবতের তসবিহ।
কে বাঁচাবে আরাফায়
যদি সে ধরা খায়
লোকবল গুষ্টিশুদ্ধ!
আসবে কে তার হয়ে
মুহাম্মাদ, যীশু নাকি বুদ্ধ?