ও জ্বরমুখো ঘোলা চাঁদ,
কার মনোরঞ্জনে
জাগলে,
আমাদের পার্থিব চোখগুলো জুড়াতে
নিজ সুখ
সবটুকু আগলে?
চাঁদ রাত - সিগারেট
বেলকনি - প্রেমিকা
উপমার বিভ্রাট
লালসার সেবিকা!
আজকাল ঠিকঠাক
মেটাফোর (উপমা) আসে না
চিন্তার দোলনায়
কবিতারা বসে না।
বড় বেশি আধুনিক
হয়ে গেছি আজকাল
রুচিবোধে দেউলিয়া
টাক পড়া টাকশাল।
চাঁদ টাঁদ এখন আর
চোখে টোখে লাগে না,
দিকহারা পাঞ্জেরি
বাতি খুঁজে পায় না।
ধর্মের নাকি শুনি
আছে নাকি ফ্লাড লাইট
দিন কাল বেশ কড়া
(ও পথে) চলে নাকি বেশ ফাইট!
আমি বাবা ছা পোষা
বালাখানা চাই না,
(আজকাল) বিদ্যুৎ বিভ্রাট!
সুইচ অন করো না।
গায়ে জ্বর থরথর
চাঁদ বুড়ি কাঁপছে
সব্বাই -
বেশি পেগ গিলে ফেলে
ঘোলা চাঁদ দেখছে।
অথচ এই চাঁদ একদিন
ছিলো অভিসারিণী,
(যুগের) ভাইরাল জ্বরে আজ
কেউ চিনতেই পারেনি !