আজ
পুড়ে খাক
হয়ে গেছে
অপ্রেমের ডাক,
শুয়ে কাত
হয়ে আছে
আলসেমি, রাত।

বাসি পূর্ণিমা
ঢেলে পড়ে -
পান্তা আকাশে -
হারিয়ে গেছে,
সূর্যটা চোখ মেলে
বসন্ত বরণে  
তাকিয়ে আছে।

চোখ খুলে দেখে নিন
হলুদের রাত দিন,
ফুটপাতে হেঁটে চলা
অবিরাম কথা বলা
মাথায় গোলাপ আঁটা
কাপলের স্বপ্নীল দিন
আজ আগুনে
ফাগুন লাগা দিন।

হাতজুয়াড়ি নও
খাঁটি প্রেম জুড়ে দাও
ভালেবাসা ঠাসা থাক
পরানে গাঁথা থাক।
জীবন জুয়াড়ি হয়ে
ভালোবেসে দিন;
প্রেম দিন তরতাজা
বিশ্বাসে ঘঁষা মাজা
একমুঠো ভালোবাসা
ভেজাল বিহীন।
আজ যে
আগুনে ফাগুন লাগা দিন!

অপ্রেমের সুখ চুরি
অবিশ্বাস ভুরিভুরি,
প্রতারণা, রাহাজানি
হয়ে গেছে জানাজানি।
এ ফাগুনে
ডাস্টবিনে
ফেলে দিন সেইসব
পাতাঝরা দিন।

আজ
বিশ্বাসে বন্ধুরা
বিষাদের সিন্ধুরা
ভালোবাসা মেখে যাক
পুড়ে খাক হয়ে যাক
রঙ রাঙা ফাগুনে
এ ফাগুনের আগুনে
বন্ধুত্বের টান,
বেজে যাক আমরন
শুদ্ধ এ ফাগুনের গান।

অপ্রেম ফেলে দিন
পাশে আছে ডাস্টবিন
শুদ্ধতা কিনে নিন
আছি বসে সারাদিন।
আজ আগুনে
ফাগুন লাগা দিন।

হিংসা ও হানাহানি
বিরোধের খুনোখুনি
অপ্রেমের অপলাপ
পড়ে যাক এ প্রলাপ,
ভালেবাসা মেখে থাক
সযত্নে ঢেঁকে থাক
প্রতিশ্রুতি অমলিন।

অপ্রেমের আগুনে
নিভে যাক হাঁকডাক,
প্রলয়ের ঝাপটায়
ফাগুন লেগে যাক
থেমে যাক!
ঘুচে যাক!
চুকে যাক!
আগুনের সে শিখা দয়াহীন।

জানালাটা খুলে দিন...
শ্বাসরোধ সীমাহীন!
উবে যাক ধোঁয়াশা
অমাবস্যা ও কুয়াশা,
রাষ্ট্রীয় স্লোগানে
ভালোবাসা এঁটে দিন
আজ আগুনে
ফাগুন লাগা দিন।

এ ফাগুন শতবার
বসন্ত বার বার
লাখ বার, কোটি বার
করে দিক ছারখার
দীনহীন প্রবৃত্তির
দরিদ্র দিন।

স্বপ্নের কচি পাতা
শুদ্ধতা, সজীবতা-
আজ পরানে গহীন।
আজ
আগুনে ফাগুন লাগা দিন!
আজ আগুনে ফাগুন লাগা দিন!