কিছু প্রশ্ন অনিবার্য হলেও মারাত্মক!
ওগুলোর কোন উত্তর মেলে না,
প্রত্যুত্তরে মেলে দ্বন্দ্ব কিংবা সংঘাত।
তাই সেসব প্রশ্ন বহু মৃত মানুষের সাথে
কবরে দাফন হয়ে যায়।

আর পৃথিবীতে
মাঝে মাঝে যখন মানুষের
সেসব অনেক নিরুত্তর প্রশ্নের
কালোমেঘ জমে যায়
বুকের খাঁচার দিকশূন্য আকাশে.....

তাদের প্রতি সিজদায়
বেপরোয়া অশ্রুর জলরঙে লেখা
ফাঁকা উত্তরপত্র জমা দেয় তারা
প্রতিটি হৃদস্পন্দনের হে মহাপরিদর্শক, তোমায়।

মাদ্রাসা- মক্তব-
মৌলভী-মাওলানার পৈত্রিক সত্ত্বা
             ও
জামায়াত-বিএনপি-আওয়ামী প্যানেলের বাইরের
নিরপেক্ষ একজন স্রষ্টার কাছে
কোন আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই
পৌঁছে যায় সে
নিশ্চুপ আর্তনাদ,
অভিযোগ ও আক্ষেপের দরখাস্ত।

জীবন যুদ্ধ ময়দানের রক্তাক্ত-মৃতদের ভিড়ে
ভীষণ বিশ্রীভাবে বিদীর্ণ কপাটিকা বুকে
মহাকাশের নির্বাক মহাশূন্যে
অপলক, নিষ্প্রাণ
চেয়ে থাকতে দেখেছি তাদের

কারণ তারা কোথায় যেন
তোমাকে বলতে শুনেছিল:

"আকাশের দিকে বারবার
তাকানো তোমার
অবশ্যই আমি লক্ষ্য করি
হে বান্দা আমার!"