বান ডেকেছে আমার মনে
কাছের টানে দূরের বনে।
দুঃখরা সব যাচ্ছে  ভিজে
ভাসছে পথে তরল প্রাণে।

অনেক জমা কষ্ট গুলো
আর যতো সব পথের ধূলো
যাক না ভেসে অথৈ পানে,
থাকবে তারা মনের টানে
রাত্রি ভরা ছন্দ গানে।

অনেক জমা বৃষ্টি ছিলো
তোমার চোখে, আমার বুকে
এই বরষায় উজাড় হলো,
পদ্ম-কদম থাকবে সুখে।