বোকা রাত্তির,
খোলা জানালা,
বৃষ্টি বিলাস বাইরে;
এক রত্তির
নেই অবসর
এক ফোঁটা ঘুম নাইরে।

আকাশের গায়ে
চাঁদ ঘুমিয়ে
রবীন্দ্র লয়ে হারিয়ে,
ভেজা বেডশীট
কুশন কাভার
পাল্টালোনা মেঘ সরিয়ে।

স্বপ্নচোখে চাঁদেরা ঘুমাক
তন্দ্রা শরাব পিয়ে
দ্যুতিময় ভেজা নক্ষত্র কি
স্বপ্ন খুঁজবে শুয়ে!

চতুষ্পদের ক্লান্তি আমায়
পেয়ে না বসুক এ রাতে,
স্বপ্ন তনুর জ্যামিতি আঁকি
কাঁটা কম্পাসে এ হাতে।

বৃষ্টি ঝাপটা
ধোঁয়া আটকা
সিগেরেট মাখা এ্যাশট্রে-
সব ছেড়ে দেব
তোমার সঙ্গে
বারান্দাটায় বসতে।

আমি স্বপনের ক্ষেত,
কাকতাড়ুয়া,
তুমি বসে পড়ো, ভূমি দস্যু।
দুঃস্বপ্ন তাড়িয়ে
তোমার স্বপ্ন
লুফে নেব আজ-কাল-পরশু।

মধুর সঙ্গ,প্রেম বিহঙ্গ
ধিন তা না না না ধিন
নেচে যাক নিশি বিলাস রঙ্গ
সাথে অপ্রেমের লোডশেডিং।