অপ্রেমের অভিশংসন
তোমার 'জিদ' রাষ্ট্রের
সংবিধান সংশোধন করো
তা নাহলে
অভিশংসিত করবো তোমাকে।
তোমার মন সাম্রাজ্যের
অটোক্র্যাটিক কেবিনেট
আমি ভেঙ্গে দেবো।
ঐ সুন্দর বিস্তৃত ভূমিতে
প্রতিষ্ঠা করবো
সমঅধিকারের ডেমোক্রেসি।
সমস্ত অনুভূতিগুলো
ঐ রাজ্যের
জনগণ হয়ে উঠবে।
মত প্রকাশের বাক স্বাধীনতা দিবো তাদের।
আমি জনগণের
হৃদয় হরণ করে
একসময় দখল নেবো
তোমার শক্তিধর পেন্টাগনের।
ডেমোক্রেসির মুখোশে চলবে
তোমার পুরো রাজ্য জুড়ে
আমার
বশীভূতকরণের সকল আয়োজন।
প্রয়োজনে সেনাবাহিনীর পাশাপাশি
লেলিয়ে দিবো আন্ডারগ্রাউন্ড দুর্ধর্ষ মাফিয়া।
সমস্ত ডেমোক্র্যাটস ও
কেবিনেট মেম্বাররা আমার সাথে
প্রতিদিন ক্যাসিনোতে জমাবে আড্ডা।
গলা অব্দি ওদের
গিলিয়ে দেব
মন্ত্রমুগ্ধতার ওয়াইন।
ওদের হাতে ঢেলে দেব
টাকা- মদ- নারী, সব, সবকিছু!
আর আমি সঙ্গোপনে একদিন
তোমার তুমি পর্যন্ত চলে যাবো
তোমায় কিডন্যাপ করার
সেই গোপন সুড়ঙ্গ দিয়ে
যার নকশা এখন আমার দখলে।
আমার অনুপ্রবেশ
তোমাকে ভীত সন্ত্রস্ত করবে,
আলোড়িত করবে
অথচ কিছুই করতে
পারবে না তুমি,
কারণ তোমার সেনাবাহিনী
ততক্ষণে আমার করতলে।
এ অভিযানে
আমি সাথে নেব
আমার সর্বোচ্চ প্রশিক্ষিত
স্বশস্ত্র এই 'আমি' কে!
তারপর তোমার মাথায়
বন্দুক ঠেকিয়ে গদিচ্যুত করবো তোমায়।
আর গদিতে নও,
তোমার বিবেকের ফুলশয্যা হবে
এবার সমঅধিকার ও সমানুভূতির
সাংবিধানিক সংসদে
যেখানে আমিই প্রধানমন্ত্রী
আমিই রাষ্ট্র।
ততক্ষণে আমি তোমার
গদি দখল করে
মুকুট পরে
সে রাজ্যে ঘোষণা দেব
আমার ডেমোক্রেটিক
ডিকটেটরশীপের।
সে রাজ্যে তখন থেকে
ভালোবাসা চলবে অবিরাম।
ভালোবেসে সবাই ছেড়ে দেবে
দূর্নীতি, প্রতারণা।
সাদা-কালো কেউ
কারো হাত ধরায়
সেখানে বিব্রত হবে না আর।
ভালেবাসার সুঘ্রাণে
বুৃঁদ হয়ে রাত ভোর হবে সবার।
কবি ডান এর 'সানরাইজিং' ঘটবে
তখন প্রতিদিন।
আর আমি আর তুমি
প্রতিদিন সকালে
প্রেমের বিউগলের সুরে
রাষ্ট্রীয় পতাকা উত্তোলন
করবো
আমাদের রাষ্ট্রীয় বাসভবনে।
সে পতাকায় খচিত থাকবে-
ফুল হাতে
অপ্রেমের প্রাগৈতিহাসিক সব
ফসিলের উপর
দাঁড়িয়ে থাকা -
রাষ্ট্রের সকল প্রেমিকদের মুখাবয়ব।