আমার কৈশর

আমার কৈশর-
নিস্তব্ধ ঝংকারে
বেজে চলা বদ্ধ লয়ের
এক মাতাল অগ্নিবীণা,
স্কুলের পড়া আর
আনন্দের ছক বাঁধা রুটিন।

আমার কৈশর-
দিনমান পড়া শেষে
গোলাপী রৌদ্রের তোড়ে বাধাহীন
উদ্যোমী বিকেল,
শ্বাসটানা বিকেলের
অবিশ্রান্ত ক্লান্তি নিয়ে ঘরে ফেরা,
মাগরিবের জায়নামাযে
সূরা ক্বোরাইশ।

আমার কৈশর-
গভীর রাত জাগা,
ঊষার প্রান্তে ভাঙ্গা আড়মোড়া।
টিপটাপ হয়ে স্কুলে যাওয়া,
অবশেষে ক্লান্তি নিয়ে ফিরে এসে ফ্যানের ফুল স্পিড।

আমার কৈশর-
মায়ের হাতের দুধ-ভাত,
আব্বুর গলা জড়িয়ে একরাশ ঘুম।

আমার কৈশর-
প্রকৃতির প্রতি কোণে
খুঁজে ফেরা কবিত্ব আমার।

আমার কৈশর-
ক্রিকেট মাঠে হাতঝাড়া ছক্কা
কোন এক ঝোড়ো বায়ুর টানে,
বন্ধুদের আড্ডা,
অজানায় ছুটে চলা।

আমার কৈশর-
চাঁদনী রাতে শত নক্ষত্রের তলে বসে পড়ে ফেলা কতগুলো ট্রান্সলেশান।

অবাধ্যতা ঘৃণা করে
শত বাধায় বেঁধে নিজেকে
বাধাহীন চলেছি যে জীবনে-
সে আমারই কৈশর।