কথার বিতর মায়াবী ভাব যার,
তারই কথা শুনার প্রবণতা আমার।
কথাতে যার মিষ্টি সুর,
সেইতো আমার মন কাড়িবার অসুর।
শেষ হতে দিনা তার কথা,
শুনিতে চাই বহু কথা।
স্বরের মাঝে জাদু খেলে,
হৃদয় আমার তাতে মেলে।
তোমার ভাষা, তোমার বানী,
মনের মাঝে রাখি আনি।
শব্দগুলো মেঘের ছায়া,
বৃষ্টি হয়ে ঝরে গায়া।