গাহি জীবনের গান,
জীবন যে এক অভিযান।
জীবনে আছে কত শত বাধা,
জীবন যে এক অসীমতা ভরা।

দিঘি ভরা তরুণ দল,
জীবনে দেয় অরুণ দল।
মাটের মত মলীন জীবন,
জীবন যে এক বিশাল মাঠ।

এই মাঠ, এই জীবন যুদ্ধ নিয়েই জীবন,
তাই বলি কোথাও থেম না তোমরা,
চলতে থাকো বহু দূর।
চলতে গিয়ে থমকে গেলে হবেনা।