জীবন এক রহস্যময় পথ,
কখনো মসৃণ, কখনো কঠিন রথ।
আনন্দ-বেদনার মিশেলে ভরা,
প্রতিটি মুহূর্তে নতুন সুর ধরা।
কখনো সূর্যের আলোয় ঝলমল,
কখনো মেঘে ঢাকা অন্ধকারে টলমল।
স্বপ্নের পাখায় উড়ে যায় দূরে,
বাস্তবতার মাটিতে ফিরে আসে পুরে
জীবন এক নাট্য মঞ্চ, আমরা তার অভিনেতা,
প্রতিদিন নতুন দৃশ্য, নতুন কাহিনী লেখা।
হাসি-কান্নার বন্ধনেই বোনা,
এই তো আমাদের জীবন, সুন্দর ও সোনা।