কিসের এত চিন্তা, কিসের এত ভাবনা,
যেখানে সৃষ্টিকর্তার কাছে সব কিছু।
যখনই হতাশ হবে,
তখনই সৃষ্টিকর্তা শ্রদ্ধা কর।
তিনি এই জগতের মালিক,
সকল কিছু তারই ক্ষমতার অধীনে।
আমরা শুধু তারই গোলাম,
সকল চাওয়া তার কাছে।
সকল সমস্যার একমাত্র সমাধান কারী তিনি,
তাহলে বলি, হতাশ হওয়া কেন?
ধৈর্য ধর, সব কিছু তিনি মুহূর্তে ঠিক করে দিবেন।
তাই, সকল চাওয়া-পাওয়ার কথা তার কাছে বল,
তার ওপর রাখো ভরসা,
তিনি তোমাকে নিরাশ করিবেন না।
এই ভরসা নিয়ে চল।
তারই দেওয়া সুন্দর জীবন,
তুমি উপভোগ কর।