তুমি চলে যাওয়ার পর,
তোমার মতো আর কাউকে পাবো,
সে আশা করি নি ৷
তুমি চলে যাওয়ার পর,
তোমার মতো আর কাউকেই পাই নি ।
যদি পেয়ে যেতাম কিবা তুমি যদি ফিরে আসতে,
তাহলে হয়তো,
আমার এই অসম্পূর্ণ জীবনটা পরিপূর্ণ হতো।
তুমি কি জানো? তুমি চলে যাওয়ার পর,
আজ অবদি আমি তোমারি আশা করেছি,
আজ অব্দি আমি আমার,
মনের নঙ্গর তোমার উঠোনেই রেখেছি।
তোমায় আমি এত এত পরিমান ভালোবেসেছি,
যেই কারনে তোমার প্রতি আমার অবহেলা সৃষ্টি হয় নি ।
তবে শেষমেষ তুমি এমন ভাবে চলে গিয়ে,
আর ফিরে এলে না,
মনে হলো তুমি আমার কেউ না, কিবা আমি তোমার ।।