তুমি আমার অনুভূতির সাগর ।
তুমি আমার,  হঠাৎ জরো হাওয়ার মতো
ভাবনা হীন ফসল ।
তুমি কি জানো,  
তোমার আশিষ পাবো এমন আশা আমি করি নি  ।
তবুও পরিশেষে যখন তোমার পরশ পেলাম,
  মুহূর্তেই আমি অনুভূতির
এক অজানা দেশে চলে গেলাম ।।

তোমায় ঘিরে এ মনে হাজার ভাবনা ,  
এ ভাবনার ভবিষ্যৎ কি তা আমি জানিনা ।
কিন্তু,  তোমায় নিয়ে ভাবতে সত্যি আমার দারুণ লাগে।
আমার ভাবনা গুলো এলোমেলো,  
এখনি আমি তোমায় নিয়ে এখানে
  মুহূর্তেই চলে গেছি নন্দন-কাননে ।
সত্যি তুমি এক অপরূপা,  তুমি মনোহরনী ।
এত এত দূরে থেকেও,  তুমি যেন আমারি পাশে ।।

তোমার এ কেমন নিবিড় আচরন,  
এত দূর থেকেও তুমি কিভাবে করো আমায় নিয়ন্ত্রণ ।।
আমার আমি হয়তো আমার জায়গায় স্তব্ধ ।
কিন্তু,  আমার এ হিয়া তো তোমারি চৌখাটে ।
তুমি কি আমায় তোমার চৌখাট পেরিয়ে
তোমার অন্দর মহলে ঠাই দিবে ।।