হতে পারে এ দেখাই শেষ,
এ লেখাই শেষ লেখা ।
দুঃখ আমার সে কালে অ ছিলো,
একালে অ আছে ।
দুঃখই যেন জিবনের অন্তিম সময় অব্দি
আমারি সহচর ।।

আমার কিবা আপনার,
আছে কি এমন সাধ্য ।
আদম হৃদয়ে ফুটাবো পদ্ম ।
এই আশা,  এই ভালোবাসা
সবি যেন মরিচিকা।
কি আশায় বাধবো ঘর,
সবি যেন বেধনার বালুচর ।।

অতীতে কি'বা  বর্তমানে
দুঃখ চলছে সমতালে ।
কেহ নাই দেখিবে তা,
করিবে মোচন ।
এটাই মহা সত্য ,
বিদায় কালে শত্রু,মিত্র
সবাই করিবে বিলাপ কত ।
আপনি আমি দূর হতে দেখিবো তা,
হয়তো সেদিন ই মহা সুখের অশ্রু
  যাহা ঝরিবার ঝরিবে তা ।।