হে, আমার প্রিয় তমা,
সুনছো কি তুমি, আমার হৃদয়ের আর্তনাদ ।
তুমি কি সুনছো,
আমার রক্তের প্রতিটি কনিকার আহাজারি ।
আমার নিঃস্বাসের দীর্ঘতার ভর কত ,
আচ কি করতে পারছো।
তুমি কি পেরেছো অনুভব করতে,
এ হৃদয়ের  বিরহ সুধা।
তুমি কি পারছো বুঝতে,
তুমি হীনা আমি কতটা নিথর ।।

আচ্ছা তুমি কি জানো?
আমি আজো তোমার প্রতিক্ষায়  প্রহর গুনি ।
তুমি কি জানো?
তোমার বিষাদ ময় বিরহ দিয়েছে আমায় নয়ন ভরা জল ।  
সেই জলে আজ হয়েছে সাগর ,
সেই সাগরে আমি আজ কিনার হীন ।।

আচ্ছা, তুমি না হয় আমাকে ভালোবাসোনি ।
কিন্তু, তুমি কি জানতে না?  
আমার ভালোবাসায় খার ছিলো না ।
তবে কেন?
আমাকে তুমি এমন বিরহ দিলে,
কেন? করলে ছলনা ।
তোমার ভালোবাসা না হয়,  ছলনার ছিলো
কিন্তু, আমার ভালোবাসা তো ছলনার ছিলো না ।
তবে কেন ?  এত নিখুঁত ভাবে অভিনয় করে গেলে ।
আমি তো, কোন গল্পের চরিত্রে ছিলাম না,
তবুও তুমি জেনে সুনে আমাকেই গল্গের  
সেই দেবদাস বানিয়ে দিলে । ।