তোমারে কহিলাম আমি,
এতো মিনতি করিয়া ।
ছাড়িয়া না যাইয়ো বন্ধু,
একেলা ফেলিয়া ।
কে শুনে কার মিনতি,
দেখে নয়ন ভরা জল ।
গেলে চলিয়া, আমারে ফেলিয়া,  
হায়রে মোর আঁখি ছ্বল ছ্বল ।।

তোমারে বাধিতে আমাতে,  
আমার এত আয়োজন  ।
সবি বৃথা, ব্যর্থ মোর ভালোবাসা ,  
কি যে করি এখন ।
তোমারো লাগিয়া দিবস রজনী,
জাগ্রত মোর মনো প্রাণ ।
আজো হিয়া মাঝে, তোমারি সুর বাজে,
তবে পাই না তোমার ঘ্রান ।।

পার্থিব নিয়মে আছো তুমি,
দূর হতে বহু দূর ।
হৃদয় তো কহে,
সর্বদায় আছো তুমি পাশে মোর ।
ভালোবাসা কি? নাহি জানিতাম আমি ।
আজ জেনেছি  সব,
যবে বন্ধন করলে ছিন্ন  তুমি ।।