আমার কাছে তুমি কবির কবিতা ।
তুমিই আমার গোপন প্রিয়ার চকিত চাহনী ।
এ কেমন চাহনীর ঝলক তোমার,  
যাহাতে দৃষ্টি করিলে, তৃপ্ত হয় এ আঁখি ।
সত্যি এ চাহনী চমৎকার, যাহা ভুলিয়ে দেয়
হাজারো ব্যথিত সৃত্বি।

তোমার ঐ ডাগরিনী চোখ, আর স্নিগ্ধ চাহনী ।
এ যেন এক ঐশ্বরিক প্রদত্ব।
যার মায়ার কায়া হিয়াতে সৃষ্টি করেছে
এক প্রেমো ঝর্নাধারা ।  
ঐ আখি পানে দৃষ্টি করিলে,  
হাবু ছোকড়াটাও লিখবে হাজার প্রেমের গীত।
চেয়ে থাকবে পলক হীন,
আর যাবে হারিয়ে মিষ্টি ভাবনার অতলে ।
সত্যি বলতে কি!  
তুমিই যদি তোমার আখি পানে নজর করো
তুমি  নিজেই হারিয়ে যাবে মান্দ্রলী স্বপ্নের লীলাভূমিতে।
সত্যি তুমি  অনন্য ।

নিঝুম পূর্নিমাহীন রাতে, তোমার পাশে যে থাকিবে,  
তখন সে ভুলেই যাবে, আজ পূর্নিমা নয় ।
কেননা, তার শিয়রে আছো তুমি নামক এক নয়ন তারা।
কি আর বলিবো, বলিলে তা শেষ হবার নয়,
সত্যিই আমার নয়ন তৃপ্ত, এ নয়ন তারার সন্ধান পেয়ে ।