প্রেম নিয়ে এত কথা এত আহাজারি ।
তবে কেউ দেখলোনা প্রেমে মন ভাঙ্গার ছারাছরি ।
প্রেম তুমি পবিত্র ধোয়া তুলসী তুমি মহান ।
এই প্রেমেই হলো কত মানব বলিদান ।।

প্রেম তুমি স্বর্গ থেকে নেমে আসা পূরবী হাওয়া ।
যে তোমায় চেয়েছে , হয়নি তার পাওয়া ।
প্রেম তুমি অধরাতেই  পরো ধরা ।
যার হৃদয়ে এখনো প্রেম নাড়েনি কড়া ।।

হে পৃথিবী  তুমি দেখে নিও কিবা মিলিয়ে ।
কবি করে প্রেম চাষ  আত্মা বিলিয়ে ।
কবি নয় দুঃখি,  সে আমাদের দুঃখে থাকে দুঃখে।
তাইতো প্রেম দুঃখ বিরহ সব নিয়েই লিখে ।।