প্রকৃতির ক্যানভাসে আঁকা শিল্প ,
প্রাণবন্ত রঙ্গের নির্জাস ।
সূর্যোদয় প্রস্ফুটিত ভোরের আলোয়,
সৌন্দর্য হাজির সাথে বিশুদ্ধ বাতাস।

মৃদু হাওয়ায় দুলছে গাছ, কি দারুন নৃত্য ,
গ্রীষ্মের বাতাস, প্রকৃতি  চিন্তামুক্ত।
পুকুর কিবা নদীর তীরে একটি  গান,
দিনের ক্লান্তি শেষে শান্তিতে মন শিক্ত ।

সোনালী সূর্যাস্ত  রাত বিবর্ণ,
তারাগুলি হীরার  মতো উজ্জ্বল।
দারুন রশ্মি সহ চাঁদের আলো জ্বলে,
আহা, কি দারুন  মন ছ্বল-ছ্বল ।।