মনটা আমার উরু উরু, যাবে মাদিনায় ।
যেথায় শুয়ে আছে আমার, নবী মুস্তফায় ।
কি দিয়ে বুঝাই মন রে, মনতো বুঝে না ।
বারে বারে যেতে চায়, সোনার মাদিনায় ।
যেথায় শুয়ে আছে আমার নবী মুস্তফায় ।।
দয়ার নবী মায়ার নবী, দেখি নি দু'চোখে ।
তাইতো মনটা ছটফট করে, স্বাদ জাগে বুকে ।
রহিম রহমান তুমি আল্লাহ,
তোমার নাই তো কোন তুলনা ।
দাও না তৌফিক যাবো আমি সোনার মাদিনায় ।
যেথায় শুয়ে আছে আমার নবী মুস্তফায় ।।
অগো আল্লাহ শুনো তুমি, শুনো ফরিয়াদ ।
কবুল করো তুমি আমার এই মোনাজাত ।
মরার আগে যেতে চাই, সোনার মাদিনায় ।
যেথায় শুয়ে আছে আমার নবী মুস্তফায় ।।